Saturday, August 1, 2015

বিজয় বায়ান্ন (পাসওয়ার্ড সহ ফুল ভার্সন) - ফ্রি ডাউনলোড

বিজয় বায়ান্ন (পাসওয়ার্ড সহ ফুল ভার্সন) - ফ্রি ডাউনলোড



কম্পিউটারে বাংলা লেখার কী বোর্ড বিজয় বায়ান্ন ২০১১ (পাসওয়ার্ড সহ ফুল ভার্সন) ডাউনলাড করে নিন। এর গুরুত্বপূর্ণ দিক হল এর মাধ্যমে সরাসরি ইউনিকোড দিয়েই লিখা যাবে আবার অপশন পরিবর্তন করে নন ইউনিকোড বা আস্কি দিয়েও লেখা যাবে এবং ইউনিকোড এর মাধ্যমে সরাসরি ইন্টানেটে লেখা যাবে যা আগে অভ্র ছাড়া সম্ভব হত না। এটি এক্সপি বা উইনডোজ সেভেন উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য।
কী বোর্ডটি ইন্সটল করার পর চালু করতে গেলে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডের ঘরে এই পাসওয়ার্ডটি RN28-T29S-K1XM-J6XY-LK24 কপি করে পেস্ট দিয়ে সেভ বা ওকে দিলেই কাজ শেষ। এখন উপভোগ করুন বিজয় বায়ান্ন ২০১১ সম্পূর্ণ ফ্রী।



ডাউনলোড করুন

[ Download Now ]

No comments:

Post a Comment