Sunday, February 19, 2017

ইসলামের মুল আক্বীদাহর বিশ্লেষণ

ইসলামের মুল আক্বীদাহর বিশ্লেষণ

লেখক
সম্মানিত শায়েখ
মুহাম্মাদ বিন সালেহ আল- উসাইমিন ( রাঃ )

ভাষান্তরেঃ
মুহাম্মাদ আলীমুল্লাহ ইবনে এহসান উল্লাহ

প্রতিপাদ্যেঃ
মোহাম্মাদ মতিউল ইসলাম বিন আলী আহমাদ

প্রকাশনায়ঃ
উম্মুল হামাম দা,ওয়া ও এরশাদ কার‌যলায়।
 সহযোগিতায় রাওদাস্হ দা,ওয়া ও এরশাদ কার‌যলায়।
ফোন- ৪৯২২৪২২ ফ্যাক্স - ৪৯৭০৫৬১।
 রিয়াদ - সাউদী আরব

বইটি ফ্রিতে ডাউনলোড করতে চাইলে ”এখানে ক্লিক করো”

Saturday, February 18, 2017

বিয়ের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ

প্রশ্ন: বিয়ের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ কি ছিল (মোহরানা, বিয়ের অনুষ্ঠান, ওয়ালিমা...)? আশা করি বিস্তারিত জানাবেন।
বিয়ের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ


উত্তর:

আলহামদুলিল্লাহ।

বিয়ের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ ছিল সহজ করার প্রতি উদ্বুদ্ধ করা। বিয়ের ঘোষণা দেয়া ও বিয়ের খবর প্রচার করা। খুশি ও আনন্দ প্রকাশ করা। ওয়ালিমা বা বৌভাতের আয়োজন করা ও দাওয়াত দেয়া। দাওয়াতপ্রাপ্ত ব্যক্তিদেরকে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এমনকি কেউ রোযা থাকলে তবুও তিনি হাযির হয়ে নিমন্ত্রণকারীর জন্য দোয়া করবেন; তবে খাবার গ্রহণ করা অপরিহার্য নয়।

Thursday, February 16, 2017

জেনে নিন নামাযের পর হাত উত্তোলন করে দু,আ করার বিধান কি?



নামাযের পর  হাত উত্তোলন করে দু,আ করার বিধান কি?
নামাজ শেষ হলে হাত তুলে দু,আ করা শরীয়ত সম্মত নয়। দু,আ করতে চাইলে নামাজের মধ্যে দু,আ করা উত্তম। একারণে ইবনে মাসউদ বর্নিত তাশহুদ শিক্ষার হদীসে নবী ( ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) নির্দেশ দিয়েছেনঃ
জেনে নিন নামাযের পর  হাত উত্তোলন করে দু,আ করার বিধান কি?

”তারপর ইচ্ছামত যে কোন দু,আ পাঠ করবে।”২
সাধারণ মানুষ অনেকেই ফরজ বা সুন্নত যে কোন নামাজ শেষ হলেই হাত তুলে দু, আ আরম্ভ করে। এমনকি এদের অধিকিাংশ একাজ কখনই পরিত্যাগ করে না।*অনেক লোক এমন দেখবেন ফরজ নামাজ শেষ হয়ে যাচ্ছে আর সে সুন্নত নামাজের তাশহুদে বসে আছে। সালাম ফিরানো হাত উঠাবে কিছু বলল কি না আল্লাহই ভালো জানেন আবার হাত মুখ মুছে ফেলবে। মনে করে নামাজ শেষে হাত দুটো না উঠালে যেন নামাজটাই সুন্দর হলো না ।