Monday, July 27, 2015

কুরআনের আলো -বাংলা হাদিস ।

২৫। আহমদ ইবন ই্উনুস ও মুসা ইবন ইসমা-ঈল (র), আবু হুরায়রা (রা:) থেকে বর্ণনা করেন রাসুলুল্লাহ (সা:) কে জিঙ্গাসা করা হলো কোন আমলটি উত্তম? তিনি বললেনঃ আল্লাহ ও তার রাসুলের উপর ঈমান আনা । প্রশ্ন করা হলো তার পর কোনটি? তিনি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা । প্রশ্ন করা হলো তার পর কোনটি ? তিনি বললেন মকবুল হজ্জ ( বুখারী)

No comments:

Post a Comment